(তুমিহীনা মন) Tumihina Mon Lyrics Habib Wahid | Zarin
Song : Tumihina Mon
Tune : Habib Wahid
Composed, Produced & Arranged : Habib Wahid
Lyrics : Amita Karmoker
তুমিহীনা মন লিরিক্স - হাবিব ওয়াহিদ ও জেরিন :
E mon shudhu khoje tomake
Keno bolo tumi kichu bojhona
Ami dubi tomar majhe
Tobu keno tumi amay khojo na
Tumiheena aajo e hridoy
Biroho bethay jaay cheye jaay
Janina kon se onole
E mon jwole pure jaay
Ami tomay khujte gele
Megh je aral kore fele
Tumihina Mon Song Lyrics In Bengali :
এ মন শুধু খোঁজে তোমাকে
কেন বলো তুমি কিছু বোঝো না ?
আমি ডুবি তোমার মাঝে
তবু কেন তুমি আমায় খোঁজো না ?
তুমি হীনা আজও এ হৃদয়
বিরহ ব্যাথায় যায় ছেয়ে যায়,
জানি না কোন সে অনলে
এ মন জ্বলে-পুড়ে যায়।
এ মন শুধু খোঁজে তোমাকে
কেন বলো তুমি কিছু বোঝোনা ?
আমি ডুবি তোমার মাঝে
তবু কেন তুমি আমায় খোঁজোনা ?
আমি তোমায় খুঁজতে গেলে
মেঘ যে আড়াল করে ফেলে।
ও.. আমি তোমায় খুঁজতে গেলে
মেঘ যে আড়াল করে ফেলে,
তোমায় ভেবে জমছে কথা
বাড়ছে কেবল গভীর ব্যাথ্যা।
রইবো পথো পানে চেয়ে
এ মন মেঘে গেলে ছেয়ে,
পথের মাঝে পথ হারিয়ে
খুঁজে যাই ..
তুমিহীনা আজও এ হৃদয়
বিরহ ব্যাথায় যায় ছেয়ে যায়,
জানি না কোন সে অনলে
এ মন জ্বলে-পুড়ে যায়।
এ মন শুধু খোঁজে তোমাকে
কেন বল তুমি কিছু বোঝো না ?
আমি ডুবি তোমার মাঝে
তবু কেন তুমি আমায় খোঁজো না ?
যত দূরে যাই না আমি
তুমি এ মন জুড়ে রবে,
যত দূরে যাই না আমি
তুমি এ মন জুড়ে রবে,
আমি তোমায় পাই যে খুঁজে
একলা মনের অনুভবে।
মন খারাপের ভীষণ ভারে
তোমায় ভাবি বারে-বারে,
ডুবলে বেলা ওই আঁধারে
কাছে চাই ..
তুমি হীনা আজও এ হৃদয়
বিরহ ব্যাথায় যায় ছেয়ে যায়,
জানিনা কোন সে অনলে
এ মন জ্বলে-পুড়ে যায়।
এ মন শুধু খোঁজে তোমাকে
কেন বল তুমি কিছু বোঝোনা ?
আমি ডুবি তোমার মাঝে
তবু কেন তুমি আমায় খোঁজোনা ?

0 Comments