ভালোবাসার ছন্দ - ছন্দ লেখা পিকচার | Baul Emon YouTube Channel | Bangla Chondo 24
ভালোবাসার ছন্দ | Baul Emon YouTube Channel | Bangla Chondo | Baul emon Chondo
কত সাধনায় তারে প্রাণে ধরেছি
কত সাধনায় তারে ভালোবেসেছি।
বুকেরই মাঝে তারে রেখেছি।।
তার হাসি যেন চোখ জুড়ানো
মন তো মানেনা,
কত শাসন করি তবু
পিছু ফিরেনা।
বারে বারে যায় ছুটে যায়
তার কাছাকাছি।।
তার দুটি চোখে কল্পলোকে
যাই হারিয়ে যাই,
কেমন করে বলি তারে
আপন করে চাই।
মানে না মন তাই সারাক্ষণ
থাকতে চায় কাছাকাছি।।
0 Comments