Bangla Chondo | Bangla Chondo 24 | ছন্দ লেখা পিকচার - ভালোবাসার ছন্দ
Bangla Chondo | Bangla Chondo 24 | ছন্দ লেখা পিকচার - ভালোবাসার ছন্দ
প্রিয় বন্ধুরা, Bangla Chondo জগতে স্বাগতম জানাচ্ছি। বাংলা ছন্দ আপনাদের ভালো লাগবে আশা করি। Bangla Chondo 24 সব সময় চেষ্টা করে ভালো কিছু ছন্দ মানে ভালোবাসার রোমান্টিক ছন্দ, কষ্টের ছন্দ, ইমোশনাল কিছু কথা উপহার দিতে।
তুমি আমি দুজন মিলে
গড়বো প্রেমের ভুবন,
সারাজীবন সুখে দুখে
থাকবো পাশে দুজন।।
কোনো কালে যাবো নাতো
ছেড়ে দুটি হাত,
পাশাপাশি বসে দুজন
দেখবো চাঁদনি রাত।
Bangla Chondo | Bangla Chondo 24 | ছন্দ লেখা পিকচার - ভালোবাসার ছন্দ
প্রেমোভাবে ভাবুক হবো
রং মাখিবো গায়,
প্রেমের আবির গায়ে মেখে
মিশে যাবো তায়।
কে কহিলো খারাপ কথা
শুনবো নাতো আর,
ভালোবাসায় কলঙ্ক
করবো গলার হার।
তুমি প্রিয়ে আমার হলে
আমি হবো তোমার,
সাত রাজার ধন চাইনা কভু
মূল্য নাইযে তার।।
Bangla Chondo | Bangla Chondo 24 | ছন্দ লেখা পিকচার - ভালোবাসার ছন্দ
১.
আমার একলা আকাশ তোমায় দিলাম
রং তুলিতে মাখো,
জেনে নিও মনের ভিতর
তুমিই শুধু থাকো।।
২.
আকাশভরা তারা দিলাম
মনের সুখে গুনো,
বাতাসে কান পেতে তুমি
মনের কথা শুনো।।
৩.
বৃষ্টি হয়ে পড়বো তোমার
ভ্রমর কালো চুলে,
ভিজবে তুমি সাঁঝের বেলা
আদি অন্তমূলে।।
৪.
তুমি আমার স্বর্গপরী
তুমি আমার সুখ,
তোমায় ভেবে আশায় বাঁচি
স্বপ্নে ভরি বুক।।
৫.
দিলেম কথা মনের ব্যথা
ভুলে গেছি সব,
তোমার সকল ভালোবাসা
আমার কলরব।।
Bangla Chondo | Bangla Chondo 24 | ছন্দ লেখা পিকচার - ভালোবাসার ছন্দ
তোমার জন্য পরাণ কান্দে তুমি কেনো বুঝোনা,
কোন্ পরাণে ভুইলা রইলা মনে কি আর পড়েনা।।
প্রথম প্রথম মিষ্টি কথায় দিয়েছিলাম প্রাণ
কে জানিতো কোকিল নয় এ মন ভুলানো গান।
এখন আমার নয়ন জলে কোনো বাঁধা মানেনা।।
সুজনে সুজন চিনিয়া করে যেজন পিরিতি
দুঃখ কষ্ট পায়না তারে পায়না কোনো দুর্গতি।
আমার ভাগ্যে সুজন পাওয়া আজও বুঝি হইলো না।।
যেথায় আছো সুখেই থাকো করি বন্ধু কামনা
মরার খবর পাও যদি গো চোখের অশ্রু ফেলোনা।
বাউল ইমন জনম ভরে গাইবে তোমার বন্দনা।।
0 Comments