ছন্দ লেখা পিকচার - Bangla Chondo | ভালোবাসার ছন্দ

ছন্দ লেখা পিকচার - Bangla Chondo | ভালোবাসার ছন্দ 

ছন্দ লেখা পিকচার - Bangla Chondo | ভালোবাসার ছন্দ

স্বাগত জানাচ্ছি আমার Bangla Chondo 24 ওয়েবসাইটে। আজ আমি হাজির হয়েছি নতুন কিছু ভালোবাসার  ছন্দ নিয়ে। ভালোবাসার ছন্দ আর ছন্দ লেখা পিকচারসহ ইমোশনাল কিছু কথা পেতে আমার সাথেই থাকুন। আশা করি আজকের ভালোবাসার ছন্দ, ছন্দ লেখা পিকচার আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের ভালো লাগাতেই আমার সার্থকতা। Bangla Chondo পড়ুন, প্রিয়জনকে উপহার দিন।



ছন্দ লেখা পিকচার - Bangla Chondo | ভালোবাসার ছন্দ



রূপে-গুণে কম ছিলনা

নামটাও ছিল পরী,

অতি লোভে অন্ধকারে

ডুবালো তার তরী।


পরীমনি নামটা যেমন

দেখতে আরও বেশ,

নাদুস-নুদুস দেহখানী

দীঘল কালো কেশ।


ছন্দ লেখা পিকচার - Bangla Chondo | ভালোবাসার ছন্দ


চলচিত্রে নাম কামালো

অভিনয়ের জুরে,

কে জানিতো মনের খবর

তাহার অন্তপুরে।


সম্মান যতো জলে গেলো

বিশ্ববাসী জানে,

পরীমনি এখন শুধু

বাঁচে অপমানে।


ছন্দ লেখা পিকচার - Bangla Chondo | ভালোবাসার ছন্দ


লোভের ফাঁদে পা দিয়েছে

নামটা পরীমনি,

তাহার নামে শত কথা

আম-জনতা শুনি।


কোথায় গেলো কাছের মানুষ

কোথায় গেছে সাথী,

কারাগারে একলা জীবন

কাটে দিবস রাতি।।


ছন্দ লেখা পিকচার - Bangla Chondo | ভালোবাসার ছন্দ


দিন কেটে যায় চোখের জলে

হয়না বারণ তার,

কেঁদে কেঁদে দুচোখ নদী

অশ্রু নাইরে আর।।


একাই বুঝি কান্না আমায়

দিলেন আমার প্রভু,

বুকের ব্যথা বুকেই থাকে

শেষ হয়না কভু।।


ছন্দ লেখা পিকচার - Bangla Chondo | ভালোবাসার ছন্দ


একটু না হয় সুখের আশায়

পাগল ছিল মন,

তাই বলে কি এমন করে

কাঁদবো সারাজীবন?


কতো মানুষ কতভাবে

হাসি-খুশি থাকে,

ভালোবাসার রং তুলিতে

সুখের ছবি আঁকে।।


তোমায় ভেবে কষ্ট বাড়ে

প্রাণে মারে টান,

তাইতো বন্ধু তোমায় ভেবে

লিখি কষ্টের গান।।



ছন্দ লেখা পিকচার - Bangla Chondo | ভালোবাসার ছন্দ



প্রেমময় প্রেমের সুধা

চোখে নয়নতারা,

তোমার আমার ভালোবাসা

একই নদীর ধারা।।


তুমি হও নায়ের মাঝি

আমি জলের ঢেউ,

তোমার আমার ভালোবাসা

জানবে না তো কেউ।।


ছন্দ লেখা পিকচার - Bangla Chondo | ভালোবাসার ছন্দ


হাসি গানে দিন কাটাবো

প্রেমে মত্ত হয়ে,

সাত সমুদ্র পাড়ি দিবো

তোমায় সাথে লয়ে।।


ছন্দ লেখা পিকচার - Bangla Chondo | ভালোবাসার ছন্দ


আসে যদি কালবোশেখী

ভাঙ্গতে সুখের ঘর,

ভাসবো না হয় বানের জলে

হবো নাতো পর।।


ভালোবাসায় রাখবো বেঁধে

মনের ছোট্ট ঘরে,

বাঁশি হাতে গান করিবো

তোমার চিন্তা করে।।



ছন্দ লেখা পিকচার - Bangla Chondo | ভালোবাসার ছন্দ




চোখের জলে ভাসি আমি

কষ্ট হয়না শেষ,

আমার বুকে আগুন জ্বেলে

আছো তুমি বেশ।।



পথ হারা এক পথিক আমি

পথে পথে ঘুরি,

আপন হয়ে পর করিলে

কবে জানি মরি।।


ছন্দ লেখা পিকচার - Bangla Chondo | ভালোবাসার ছন্দ



পুরোনো সেই স্মৃতিকথা

বাড়ায় মনের জ্বালা,

ভালোবাসার দায়ে গলায়

প্রেম কলঙ্কের মালা।।



এমন কেনো হলো আমার

পাইনা ভেবে আজ,

প্রেম-বিরহে জ্বলেপুড়ে

নিলাম পাগল সাজ।।


ছন্দ লেখা পিকচার - Bangla Chondo | ভালোবাসার ছন্দ


আসবে না আর জানি ফিরে

তবুও আশায় বাঁচি,

ইচ্ছে মনে মরণকালে

থাকবো কাছাকাছি।।


আমার বুকের কোন্ পাশে বাস

দেখো হৃদয় ছিঁড়ে,

আমার সকল চাওয়া-পাওয়া

শুধু তোমায় ঘিরে।।


ছন্দ লেখা পিকচার - Bangla Chondo | ভালোবাসার ছন্দ




তোমায় নিয়ে স্বপ্ন সাজাই

স্বপ্নলোকের দেশে,

সেথায় থাকি আমরা দুজন

রাজা-রানির বেশে।।


পাশাপাশি বসে দেখি

জোৎস্নামাখা রাত,

জোনাক পোকা গান ধরিলো

তোমার আমার সাথ।।


ছন্দ লেখা পিকচার - Bangla Chondo | ভালোবাসার ছন্দ


ভালোবাসায় আগলে রাখি

ভালোবাসা দিয়ে,

অমর হবো তোমার প্রেমে

ভালোবাসা নিয়ে।।


কাছে থেকো সারাজীবন

হয়ে আপনজন,

এই জনমে পর জনমে

ভেঙ্গো না তো পণ।।


ছন্দ লেখা পিকচার - Bangla Chondo | ভালোবাসার ছন্দ



স্মৃতিগুলো কাঁদে শুধু নিরব অভিমানে

কত ভালোবাসা বুকে মন শুধু জানে।।


কিছু কিছু কথা কভু হয়না বলা

পাশাপাশি কখনো হয়না চলা

মনের কোণে শত স্মৃতি পিছু টানে।।


ছন্দ লেখা পিকচার - Bangla Chondo | ভালোবাসার ছন্দ


ভালোবাসার এমন জ্বালা যায়না মুখে বলা

হৃদয় পুড়ে ছাঁই হয়ে যায় আগুন হয়না জ্বলা।

ধিকিধিকি জ্বলে পুড়ে তুষের আগুনে।।



ছন্দ লেখা পিকচার - Bangla Chondo | ভালোবাসার ছন্দ



কত সাধনায় তারে প্রাণে ধরেছি

কত সাধনায় তারে ভালোবেসেছি।

বুকেরই মাঝে তারে রেখেছি।।


তার হাসি যেন চোখ জুড়ানো

মন তো মানেনা,

কত শাসন করি তবু

পিছু ফিরেনা।

বারে বারে যায় ছুটে যায়

তার কাছাকাছি।।


ছন্দ লেখা পিকচার - Bangla Chondo | ভালোবাসার ছন্দ



তার দুটি চোখে কল্পলোকে

যাই হারিয়ে যাই,

কেমন করে বলি তারে

আপন করে চাই।

মানে না মন তাই সারাক্ষণ

থাকতে চায় কাছাকাছি।।



ছন্দ লেখা পিকচার - Bangla Chondo | ভালোবাসার ছন্দ




তোরে কেমন করে ভুলে যাবো তুই যে আমার প্রাণোধন,

তুই ছাড়া কি বাঁচে বন্ধু আমার এ জীবন।।


জীবনে জীবন সঁপেছি

বীনা লাভে ভালোবেসেছি

লাভ-ক্ষতিতে প্রেমিক যারা

অর্ধপথেই হয় মরণ।।


ছন্দ লেখা পিকচার - Bangla Chondo | ভালোবাসার ছন্দ



ভালোবাসায় ভালোবাসি

তুই যে আমার কান্না হাসি রে

ইচ্ছে হলেই মারতে পারো

দিতে পারো আর জীবন।।


ছন্দ লেখা পিকচার - Bangla Chondo | ভালোবাসার ছন্দ


দুঃখ পেলেও তাতেই খুশি

অপমানে তবু হাসি রে

বাউল ইমন তোরই পাগল

তুই ছাড়া কেউ নাই আপন।।



ছন্দ লেখা পিকচার - Bangla Chondo | ভালোবাসার ছন্দ

 

Post a Comment

0 Comments